এই সরোবরে যদি না মিলি আমরা
দেখা হবে কোন মোহনায়,
না বলা কথা, যত অনুভূতি
সেদিন দেখাবো তোমায়।

যদি কোনও দিন হারিয়েও যাই
দূরে—বহুদূরের কোনও পাথারে
ঢেউয়ে ভেসে ফিরে আসবো
তোমার সমুদ্র তটে।

যদি কখনও ছিঁড়ে যায় বাঁধন
তবে নাহি রোদন
সুখ স্মৃতির করিয়া যত্ন
বিরহকে সেদিন করিবে বরণ।

এই কলরবে যদি শুনতে না পাও
আমি গেয়ে যাবো মরমীর তান
মৃদু বাতাসে ভাসতে থাকবে
প্রেমের অমর গান।

যদি সুর হয় বিধুর
যদি কাঁদে বিরহীর প্রাণ
তুমি-আমি না থাকিলেও
ভালবাসা রবে অম্লান।

হয়তো আমাবস্যার রজনী
হবে ঘন আঁধার,
আমাদের মাঝে থাকবে
বর্ডারের কাঁটা তার।

সেদিনেও থাকবো আমরা
আজও যেমন আছি
হয়তো পাশে পাশে নয়
হৃদয়ের কাছাকাছি।

যদি কোনও দিন আর না হয় দেখা
যদি ফুরিয়ে যায় সব কথা
পোড়া হৃদয়ে বেড়ে যায় বিরহ ব্যথা
সেদিনও রবে আমাদের প্রেম হয়ে অমর গাথা।