ওহে নিদারুণ ভাগ্য বিধাতা
তুমি শোন মোর কষ্ট গাথা
অভিশপ্ত জীবন নিয়ে
সুখ খুঁজে ফিরি যথাতথা।
দুয়ারে দুয়ারে ঘুরেছি কত
কত পথ দিয়েছি পারি
পথ মাঝে আমি হারিয়েছি পথ
ভোঝা হয়েছে ভারি।
আজ ক্লান্ত আমি পথের পথিক
তোমার স্বর্গের দুয়ার দেও খুলি
নয়তো মৃত্যু দাও
জীবন যাতনা যাই ভুলি।