আমার পিপাসা মেটাতে বর্ষা আসো
অশ্রুর দাগ মুছে দিতে বর্ষা আসো।
অঝোর ঝড়া ঝরুক
বজ্রগর্জন আমাকে বধির করুক,
কালো মেঘের ঘনঘটা
আমাকে অন্ধ করে দিক
আমি এই শ্রাবণে ভিজবো।
আমার উষ্ণ শরীর শীতল করতে
আমি শ্রাবণ জলে ভিজবো।
আমি চির পিপাসিত চাতক,
মেঘের সব জল শুষে নিয়ে
আমার তৃষ্ণা মেটাবো
বিরহে পোড়া হৃদয়ের
চির খরাভূমি ভেজাতে বর্ষা আসুক।