আজি কাল বৈশাখী ঝড়ে
আকাশ ভাঙ্গা কান্না গুলো
আছরে পরে আমার ঘরে
থামাই তারে কেমন করে।
অঝোর ঝরা কান্না আমার
শেষ হলোনা চৈত্র মাসে
বিশ্ব জোড়া গ্রীষ্মে পোড়া
পোড়ালে মোরে বিরহ অনলে।
আবার যদি বর্ষা আসে
আমার ভুলে শ্রাবণ মাসে
ফুটবে কদম, কদম ডালে
তোমার ডালা ভরবো ফুলে।
ঋতুর খেয়ালে শরৎ এলে
শাপলা হয়ে ফুটবো বিলে
তুমি তুলে নাইবা নিলে
থাকবো পরে বিলের জলে।
হেমন্তর নিমন্ত্রণে নাই বা এলে
নাই বা পেলাম তোমায় ছুতে
নবান্নরই নতুন ধানের সাথে
থাকবো তোমার অপেক্ষাতে ।
হিম শীতল শীতের কালে
হিমবাহে তুমি না ভিজিলে
নগ্ন পায়ে পা মারালে
কুয়াশা হয়ে রইবো ঘাসে।
ঋতুরাজ বসন্তের প্রেমে
না এলেও আমার বনে
অপেক্ষাতেই থাকবো আমি
ডাকবো তোমায় কোকিল গানে।
ঋতু যাবে ঋতুর খেয়ালে
তুমিও হয়তো যাবে ভুলে
আমি ঠায় দারিয়ে থাকবো
এ বিরহ কেন দিলে?
খেয়ালী ঋতু খেয়ালী তুমি
অপেক্ষাতে থাকবো আমি
যদি পারো ফিরে এসো
ভালবাসি তোমাকে বার মাসে।