জীবনানন্দ
অনেক ব্যাথ্যা লুকিয়ে
তোমার সব আনন্দ নিয়ে
তুমি চলে গেলে;
হয়তো ফিরে এসেছো
ধানসিঁড়িটির তীরে
শংখচিল-শালিখের বেশে
আছো বেশ ?
নাকি এখন মন কাঁদে
নীরবে নিশ্চুপে।
ট্রাম তোমাকে হত্যা করেনি
তুমি চলে গেলে মুক্তির আনন্দে;
তুমি বল ট্রাম কি তোমার
পাজরের হাড় ভাঙ্গার ক্ষমতা রাখে?
সবাই ভাঙ্গা হাড় গুলো গুনেছে
নিউমোনিয়াকে অভিশাপ দিয়েছে
হৃপিন্ড চিড়ে যে ক্ষত করলো
তুমি তাকে আড়ালে রাখলে।
কতটা রক্ত ক্ষরণ হয়েছিল মস্তিষ্কে
কি পেলে বলতো জীবনের প্রতিদানে?
জীবনানন্দ তুমি
তাকে এখনো ভালবাসো?
নিশ্চই এখনো ভালবাসো
কারণ তোমার প্রেমে কোন খাদ ছিলনা।
তুমি চলে গেলে
জীবনের অনেক ব্যাথ্যা লুকিয়ে।