ভাঙা মন কাচের মত
টুকরো হয়েছে তত
তোমারই দেওয়া ক্ষত
জুড়তে চেয়েছি যত।

শুকনো নদীর মত
এঁকে দিলে দাগ বুকে
ভরেনি সে নদী চোখের জলে
আজ কাঁদি হারানোর শোকে।

পৃথিবী বিষাদ আমার
বিষে ভরা মন তোমার
তোমারই ছলনা, অবিশ্বাসে
কেঁদেছি কত ভালোবেসে।