মৃত্যুকে আমি করবো আলিঙ্গন
সেই দিনের পরন্ত বিকেলে
যখন তুমি এসে চুমু খাবে
হাজার বছরের তৃষ্ণার্ত কপালে।

ভুলে যাব সেই দিন
যত দুঃখ, স্মৃতি, অভিমান
গেয়ে যাব আমি শুধুই
তোমার গাওয়া যত গান।

গোপনে গোপনে প্রেম সম্ভাষণে
ডাকি তোমারে কত তানে
লিখে দিব যা আমার
তোমাকেই চাই মনে-প্রাণে।

যত্নে-আদরে ভরে দিবে
তুমি, বিরহীর এই প্রাণ
তখনই আমি হাসিমুখে
জীবন করে দিব দান।