পাহাড়সম প্রাচীর, মজবুত গেট
নগরদ্বার পুড়ে,
সাজানো শহর ধ্বংস হলো
তোমার প্রেমেতে, হেলেন।
হাফিজের প্রেম,
অসমাপ্ত কাব্যলিপি
দ্রোহে পুড়েছে—
তুমি কি সেই হেলেন?