ইটভাটার চিমনি দিয়ে
ধোঁয়া হয়ে উড়ে যায়
সরস মাটির সতেজতা।
বাষ্পীভূত হয় রং-রস,
আগুনে পুড়ে নরম কাদামাটি
হারায় কোমলতা—
হয়ে ওঠে কঠিন ও মজবুত।

কোনো শৈল্পিক ছোঁয়া থাকে না
গড়ে ওঠে শ্রমিকের কঠিন হাতে
তাই শৈল্পিক মূল্যবোধের অভাব।
হৃদয়টাকে পুড়িয়ে ইট করেছি,
নেই কোনো মূল্য—
মূল্যবোধও নেই।
নেই কোনো কোমলতা।

ধোঁয়া হয়ে উড়ে গেছে স্বপ্ন,
সাধ্য নেই, তাই স্বাদ নেই।
বিষাদহৃদয়ে আর কী হয়?
পুড়িয়ে শক্ত করেছি,
বাষ্পীভূত করেছি আবেগ।
পাথরের মতো কঠিন করেছি হৃদয়।

ইন্দ্রিয় সকল এখন মৃত কোষ,
সংবেদন ক্ষমতা হারিয়েছে।
আর কোনো কষ্টের অনুভূতি
স্নায়ুতে আঘাত করে না।
যাতনার আগুনে পুড়িয়ে
গড়ে তুলেছি পাষাণ হৃদয়।