আল্লাহর এক নবী ছিলেন নাম যুলকিফল
ন্যায় আর নীতিতে ছিলেন অবিচল,
ইসরাইল জাতি ছিল সন্দেহবাদী দল
ঈমানের জামানতে এলেন নবী যুলকিফল।
ঈমানে বলীয়ান শরীয়তের জ্ঞানে
বিচার করিতেন তিনি আল্লাহর দ্বীনে,
সারারাত ইবাদত করেন আল্লাহর তরে
নবুয়তের সম্মান খোদা দেন তাঁরে।
বিতাড়িত শয়তান ফিরে আসে বারবার
অবশেষে মানে হার,
ইবলিসের কূটচাল
বুঝতে পারেন যুলকিফল।
যুলকিফল নবী ছিলেন সদা ধৈর্যশীল
রহমতে পূর্ণ করে খোদা তাহার দিল।
ইব্রাহীম, ইসহাক, ইউসুফ তাঁর পূর্বসূরি
দ্বীনের দায়ী তিনি নবীর উত্তরসূরি।
শোন হে মুমিন মুসলমান
যুলকিফল নবী ছিলেন ধৈর্যবান,
আল-কোরআনে তাঁর সম্মান
মাবুদ আল্লাহ্ করেন বয়ান।