পিতার চোখের তারা
নবুয়তের ধারা
আসিলেন নবী ইউসুফ
জগতে নাই এমন রূপ।
শৈশবেই দেখিলেন এক স্বপ্ন
সূর্য, চাঁদ, তারায় সিজদায় মগ্ন,
বুঝিলেন পিতা সবই
ভবিষ্যতের এক উজ্জ্বল ছবি।
ঈর্ষা ছিল শয়তানের ছলা
ভাইদের হৃদয়ে বাড়িল জ্বালা,
কাঁদায় তারা আঘাতে আঘাতে
ফেলি দিল অন্ধকার কূপেতে।
প্রভু দয়াময় কী পরীক্ষা লয়
ফেরেশতা পাঠাইয়া হইলেন সহায়,
নবীর হৃদয় ধৈর্যশীল
আল্লাহর প্রেমে দিয়াছেন দিল।
আরব বণিক চলিছে সে পথে
মরুঝড়ে আসিল কূয়াতে,
করিয়া নবীকে উদ্ধার
বেচি দিল দাসদের বাজার।
মিসরের আজিজ কিনিল তাহারে
উপহার দিল রাণী জুলেখারে,
মিসরের প্রাসাদ
জুলেখা প্রেমেতে করিল বিস্বাদ।
পবিত্র যার হৃদয়, সে কভু হারে?
পরীক্ষা আবার, গেলেন কারাগারে।
নবীর ছিল স্বপ্নে জ্ঞান
মহান আল্লাহ তারে করেছে দান।
মিসরের রাজা স্বপ্ন দেখে অলক্ষে
মিসর ডুবিছে দুর্ভিক্ষে,
কে করিবে উদ্ধার?
রাজত্ব তাহার!
নবীর হিকমতে করিলেন পার
দুঃখের দুয়ার।
সকলে করে তাঁরে মান
আল্লাহ করেছে রাজত্ব দান।
করিলেন তিনি দ্বীনের প্রচার
কাঁদায় তাঁরে বিরহে পিতার,
মাবুদ আল্লাহ হইলেন সদয়
পিতা-পুত্রের মিলন হয়।
যা ছিল কষ্ট জমা
ভাইয়েরা পাইল ক্ষমা,
নীল নদের মিসর ভূমি
ঈমানে আবাদিলে তুমি।