মরুর জঞ্জালে সত্যের গান গায়
আল্লাহর পয়গাম দিয়ে যায়,
শান্তির নবী সালেহ আলাইহিওয়াসালাম
নিয়ে এলেন সে শান্তির পয়গাম।
পাহাড় কেটে বানায় যারা ঘর
সামুদ জাতি, নেই যাদের ভয়-ডর,
ক্ষমতার মিথ্যা অহংকারে
ভুলে যায় তারা আল্লাহরে।
নবীর পয়গাম শোন
যদি পয়গম্বর না মানো,
আদের মতোই ধ্বংস হবে
যা কিছু আছে, সব হারাতে হবে।
কওমে সালেহ নবীরে করলো উপহাস
নিজেরাই ডাকিল নিজেদের সর্বনাশ
মনের ভিতর রাখিয়া অবিশ্বাস
নবী কাছে চাইল তারা মুজিজা খাস।
দোয়া করলেন আল্লাহর নবী
পাহাড় ফুড়ে এলো উটনী
আল্লাহর এক সুস্পষ্ট নিদর্শনা —
হে সামুদ, জুলুম করো না।
রহমতের উটনী দেয় দুধ
অভিশপ্ত সামুদ পাপেতে রইল বুঁদ,
অবিশ্বাসের ঘুণে
হাত রাঙ্গালো তারই খুনে।
দেখিল ধরা আল্লাহর ক্রোধ,
পাপী সকল হইল বধ,
বজ্রাঘাতে করলো ধ্বংস
আদের ন্যায় সামুদ বংশ।
বিবর্ণ হলো সব কাফেরের মুখ
হড়িয়ে ফেলে জীবনের সুখ,
আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমিন
চিৎকারে ধ্বংস করে সামুদের জমিন।
ওহে মুমিন, বিশ্বাসীগণ
কি বিস্ময় দেখ উর্ধ্ব গগন!
মনের মধ্যে আসে সংশয়
তোমরা করিয় তবে আযাবের ভয়।