পিতার দোয়া হইল কবুল
মাতার গর্বে সুগন্ধী সে ফুল,
মরুর বুকে পেলেন জীবন
খোদার আদেশে তারই নির্বাসন।
খোদার ইশারা
মানিলেন জননী হাজেরা,
ধূসর ফারান প্রান্তর
কাঁদছে সেথায় মায়ের অন্তর।
ছোট্ট শিশু কাঁদছে ক্ষুধায়
ছুটিলেন মা সাফা মারওয়ায়,
আল্লাহর কুদরত জমজম কূপে
দুঃখ মিটে যায় শান্তির রূপে
রহমতের পানি পেল মরুর প্রান্তরে
প্রশান্তি ছেয়ে যায় মায়ের অন্তরে,
ছিল যাহা এতো কাল ধুধু মরুভূমি
ইমান আবাদিলে জননী তুমি।
পিতার স্বপ্নাদেশে এলো কুরবানি
ধৈর্য্য ধারণ করেছেন তিনি,
সত্য দ্বীন করিলেন প্রচার
খেলাফ হয়নি কখনো ওয়াদা তার।
পিতার সাথে কাবা করে নির্মাণ
নবুয়ত খোদা তারে করেছেন দান,
শুনি আজ সেথা তাওহীদের গান
কাবাঘর সকল মুমিনের প্রাণ।
পিতার মত তিনিও নবী জমিনের বুকে
ইসমাইল নামে চেনে তাকে সব লোকে,
এই বংশ ধারায় এলেন আখেরী নবী
সকলের শ্রেষ্ট যিনি দ্বীনের রবি।