বনু ইস্রাইল যখন পথভ্রান্ত
ফিলিস্তিন ছিল এক অন্ধকার প্রান্ত,
আল-ইয়াসা দেখান সত্যের পথ
হৃদয়ে তাঁর ঈমানের শপথ।

ইলিয়াস নবীর শরিয়াহ করেন প্রচার
তিনি ছিলেন প্রিয় মহান খোদার,
দ্বীনের পথে ছিলেন নিবেদিত প্রাণ
উড়ালেন নিজ হাতে তাওহীদের নিশান।

ইহুদি জাতি ছিল এমনি পথভ্রষ্ট
নবীদের তারা করে অতিষ্ঠ,
নবীদের আঘাত  করে সে সব পাপিষ্ঠ
করে পাপ যত—সবই নিকৃষ্ট।

ধারে ধারে নবী দেন দ্বীনের দাওয়াত
কিছু লোক তাতে পায় হিদায়াত,
হোক না যত আঁধারের রাত
আসবে সুদিন, আসবে প্রভাত।