কুফরিতে ভরা যার মন
খোদার সাথে করে দুশমনি মিশরের ফিরাউন,
মূসা নবীর দোয়ায়—সহোদর হারুন
নবুওয়ত পেয়ে মুমিনের শক্তি বাড়ায় বহু গুণ।
তাওহিদের পথে মূসা নবীর সাথে
চলেন ঈমানের রথে,
সত্য জ্ঞান করেন দান
ইস্রাইলী জাতির করতে পরিত্রাণ।
সাহসের সাথে চলিতেন সদা
সহায় তাদের মাবুদ খোদা,
সাগরে ডুবে কুফরির পরাজয়,
হয় নতুন দিনের সূর্যোদয়।
মূসা নবী যখন তূর পাহাড়ে,
খোদা দিদারে, দ্বীনের খলিফা করিলেন তারে,
সামেরি তখন মাতে গো বাছুর পূজায়
সিনাই উপত্যকায় নবী একাই ধারায়।
জাতিকে করিতে উদ্ধার,
হেদায়েতের বাণী তার।
অবাধ্য জাতি—বনী ইসরাইল,
অন্ধকারে রয় তাদের দিল।
অবিশ্বাসের ঘোরে
রাখে কোণঠাসা করে,
যে জাতিরে ধরেছে ঘুণে
তারা কি আর নবীকে মানে?
বারে বারে করে শপথভঙ্গ
অবিশ্বাস তাদের সর্বাঙ্গ,
চল্লিশ দিন পরে,
আসেন মূসা ফিরে।
আসেন আসমানি কিতাব নিয়া
হারুন তারে সুধায় কাঁদিয়া,
দুজন তখন খোদার দুয়ারে
হেদায়েতের মুনাজাত করে।
তাওরাত কিতাব আসমানি
ফিরে আসে কওম শুনে খোদার বাণী,
হেদায়েতের বাণী করিলেন প্রচার
কুফরির বিরুদ্ধে লড়াই তার।
আল্লাহর পথে ঈমানের জোরে
সারাটা জীবন কাটে লড়াই করে,
শোন মুমিন, শোন দিয়ে মন
সহসী নেতা বীর হারুন।