বসিয়া বিজনে আমরা দুজনে
গহিনও বনে,
কহিব কথা কানে কানে
পাখির তানে।

কেহ যেন না জানে
অতলে ডুবি মরিব আমি
আঁখিতে রাখিয়া আঁখি,
বসিয় মুখোমুখি ।

শুধুই তুমি আর আমি
ভালবাসি, ভালবাসি
অচেতন চেতনে,
মিলনে-বিরহে,
স্বপ্নে-মালা গাঁথি।