মুক্ত বিহঙ্গ
মায়ার বাঁধন ভাঙি
নীল আকাশে ডানা মেল
পতঙ্গের মতো
স্পার্কের আলো ছটার পানে
মরণ নেশায় ছুটে চল।
গৌরাঙ্গ বা কৃষ্ণ
মুক্ত বিহঙ্গ
কৃষ্ণপক্ষ
কিংবা ভীষণ রুক্ষ
দ্বীপজ্বালা জোনাকি
হয় মুক্তি নয় মৃত্যু।