আমি স্বপ্নের ফেরিওয়ালা
লাল, নীল, ধূসর সব স্বপ্ন

স্বপ্ন ফেরি করি, ফেলানীর স্বপ্ন
সীমানা জানা নেই
বুক ফুঁড়ে বুলেটে পারি
দেই তারকাঁটার ওপারে।

কত বুলেট আছে তোমার
বুকটাকে ঝাঁঝরা করে দাও
স্বপ্ন দেখি মুক্তির
সীমানা ছেড়ে আমার স্বপ্ন দেখা।

কি করে বলো আটকাবে তুমি
আমার পথ নাকি স্বপ্ন দেখা
আমি তো তোমাকে বন্ধু জানি
তবে কেন তুমি কর হত্যা ।

আমার ঝুলন্ত লাশ নিশান হবে
তুমি মানুষ নও, অসুর
বিদ্রোহী প্রাণ প্রাচীর গুড়িয়ে দেবে
তোমার ধ্বংস হোক, তুমি অসুর।