কোন একদিন ভোরে
মুয়াজ্জিনের সুরে
ঘুমে ভেঙ্গে শূনবে তুমি
সব ছেড়ে গিয়েছি আমি।
ভোরের বেলায় মিনারায়
করবে এলান জানাজায়
খুড়বে কবর এই আমার
সব আয়োজন দাফন দেবার।
বরই পাতার গরম জলে
গোসলও করাবে ডলে
আতর ও সুরমা দিয়ে
সাজাবে সকলে মিলে।
বাগান থেকে বাঁশ আনিবে
চাটাই হবে ছাদ
স্বজন তোরা আমার জন্য
খোদার কাছে কাদঁ।
আসবে সকল একে একে
সমিল হতে জানাজাতে
মোনাজাতে করবি দোয়া
আমি যখন কবর সোয়া।
মুখেতে কলেমা ঝপা
মাটিতে দেবে চাপা
গোরস্থানে একলা ফলে
সংঙ্গী সাথী যাবি চলে।
অন্ধকার কবর ঘরে
মুনকার-নেকিন সাওয়াল করে
দোয় করিস ভাই -
নাযাত যেনরে আমি পাই।
বলি মালিককে
যে দিন হাশরে তুলিবে
আমার হিসেবের খাতাটা খুলিবে
থাকি যেন আমি রাসুলের শাফায়েত।
কাদিঁস নারে আমার স্বজন
দু হাত তুলে কবরে মোনাজাত
রব্বে কারিম শোনে যেন
আমার ফরিয়াদ।