তোর ঐ চোখের নেশায়
মাতাল আমি,
ভাসি-ডুবি, অথই পানি
বাঁচিতে মরি এমনি চাহনি।

তোর কাজল রেখায়
জীবন আমার বাঁধা,
কূল-কিনারা পাই না খুঁজে
নয়নে   তোর এমনি ধাঁধা।

চোখের পাতার ঐ ইশারা
হারায় আমার সকল ভাষা,
সেই মায়াতে মরিতে পারি
তাতেই বাঁচার আশা।