বিবর্ণ বিকেলে ফুটিলে সন্ধ্যামালতি
ছড়ালে রং লয়ে প্রেমেরই আকুতি
পেয়েছ কি তুমি জ্যোৎস্না রাতের দ্যুতি,
নাকি ঝরে পড় বিরহে, ওগো বিরহী?
গোধূলি লগ্নে ফুটিলে যার বনে
পেয়েছ কি ঠাঁই তার মনের কোণে?
জাগিল কি প্রেম, নাকি শুধুই হেলা
মরিলে অকাতরে প্রভাত বেলা।
জানি না কেন যে মনে পড়ে তারে
কেমনে ভূলেছ সে—আমারে?
কি দিয়ে রাখবো ধরে
নিঃসঙ্গ রাত আমার কাটিছে অন্ধকারে।
জানি না তো তার এ কোন খেলা
আমাকেও পোড়ায় বিরহ-জ্বালা,
ছাড়িয়া মিলন-মেলা আজি
পরেছি গলাতে ফাঁস, গাঁথিয়া প্রেম-মালা।