কান পেতে শোনো
দক্ষিণা পবেনে,
যেন সে হয়েছে ভারি
আমার আর্তনাদে।

এই চিৎকার বঞ্চিতের
নিপীড়িত জনতার,
এই চিৎকার মজলুমের
ক্ষুধার্থের ক্ষুধার।

এই চিৎকার শ্রমিকের চিৎকার
মজুরের চিৎকার,
বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ভাঙা হাড়
অসহায় মায়ের হাহাকার।