পিয়েছি বিষ প্রেম পিয়াসে
পড়েছি বাধা মায়ার ফাঁসে
কি দেব দোষ তারে
গড়েছি এ ঘর কল্পবাসে।

জড়িয়ে বেদনার নীল চাদরে
ভালবাসার বাসরে
একাই কাঁদি আমি
একলা কাঁটে রাত, অন্ধকারে।

বাগানের ফুল দিয়াছি যারে
কাঁটার আঘাত সে দিলো মোরে
ছলনাতে বাধিয়া প্রাণ
বিচ্ছেদে হৃদয় পোড়ে।

ভরা চাঁদে গ্রহণ লেগে
জ্যোৎস্না রজনী নষ্ট হলো
সব দিয়ে তারে প্রেমের বাজারে
সের দরে শুধু কষ্ট এলো।

পুষ্প কানন তাহারে দিয়ে
বিরহে পুড়িয়া হিয়া
বন্ধ ঘরের, অন্ধকারে
বাঁচি মৃত্যুর অভিলাষে।