ময়না রে, পড়লি রে তুই
এই কোন বিপাকে?
কূলহারা এক নদী হইলি,
ভাঙনে সব ভাঙা নিলি
এ কূল-ও কূল দুই কূল হারাইলি।

উড়ে এসে ধরা দিলি
শিকারির হাতে—
ফাগুন বাগান ছাইড়া দিয়া,
এলি অগ্নিপথে
আমারে তুই পর করিলি রে।

ছিলি যে তুই বুকের ভেতর
রেখে ছিলাম যত্ন করে—
খাঁচা ভেবে আমার পাঁজর?
চলে গেলি কোন আদরে
বল না, তোরে ভুলি কী করে।