সাদা-কালো ক্যানভাসে
এলো-মেলো রেখা এঁকে
রঙিন স্বপ্ন দেখে
যায় কি জীবন রঙিন করা?
মৃত মনে রঙ ঢেলে
রঙিন হয় না জীবন
সাদা-কালো জীবন আমার
শুধুই তুই ছাড়া।