দিকে দিকে কলরব
শুনি জয় জয় জয়ধ্বনি
হে বিপ্লবী এ প্রভাত তোমারি
তুমি মৃত্যুঞ্জয়ী।
ঘন কালো নীশিথে
যুদ্ধে তুমি গেরিলার বেশে
এনেছো বিজয় ছিনে
তিমির টুটিল দেশে।
সে কি সাহস তোমার
ভাঙ্গলে শকুনের ঠোঁট, নেকড়ের নোখ
হায়নার চোয়াল
চিরেছো শাসনের বুক।
সে কি সাহস তোমার
পদ্মার বুকে তুফানে ছিঁড়ে ছিলো পাল
তবু তুমি দিলে পারি,
তোমার কঠিন হাতে ধরিয়া হাল।
এ বিজয় তোমারই
বিপ্লবী তোমারে লাল সালাম।