প্রিয়ার চোখে তাকিয়ে থেকে
দিব্য হারাই নিজেই নিজেকে,
পলকে পলকে পুলক জাগিছে,
তুমি ছাড়া প্রিয় আর কে আছে?

ঘুম কি আসে?
থাকি দিবা-রাত্রি জেগে
তন্দ্র ঘোড়ে স্বপ্ন দেখায়ে—
তুমি মোরে রাখিছো জাগায়ে।

নিশিতে যাতনা, দিবসে বিরহ,
সে কি প্রেম-মোহ!
এমন প্রেম দিয়েছো যে তুমি
আর কে দেব, এমন আছে কী কেহ?