ওগো ভাগ্যবিধাতা
ভিখারির বেশে তোমার দুয়ারে,
ধন-জন নাহি চাই
শুধু মুক্তি দাও মোরে।

দুর্ভাগ্য যদি দিলে আমায়
তবে কেন ডাকবো তোমায়?
মুক্তি দাও আজি আপন কৃপায়
ভিখারি তোমার কৃপা চায়।

অনেক পুড়েছি অনলে
ভেসেছি বানের জলে,
আজও কেন কাঁদবো বল
নিয়তির ছলে?

দাঁড়িয়েছি তোমার দুয়ারে
দুঃখ যখন শুধু দিলে,
এবার মুক্তি ভিক্ষা দাও
পুড়িও না আর বিচ্ছেদের অনলে।

আজকে ডাকছি তোমােক,
যদি ফিরে যাই খালি হাতে,
তুমি করুণাময় বল
তোমার মান রবে তাতে?

ওহে মহান
গাহি তোমার গান,
রাখো তোমার নামের মান
হোক সকল দুঃখের অবসান।