আহত কবিতারা ডুকরে কাঁদে
ঘামে ভেজা বুকপকেটে,
চিরবন্দি ডায়েরির পাতা থেকে
চিৎকার করে ওঠে যন্ত্রণার শব্দমালা।

আহত কবিতারা নিভৃতে থাকে
সেঁতসেঁতে দেয়ালের ঘরে,
অযত্নে পড়ে থাকে অন্ধকারে
কষ্টেরা ফিরে আসে বারেবারে।

আহত কবিতা পড়ে রয় মোড়ানো কাগজে,
কষ্টের তীব্রতায় মূর্ছা যায়,
পড়ে থাকে মেঝের এখানে-ওখানে,
কবিতাদের পাওয়া যায় যাতনায়—আর্তনাদে।