মহান রাব্বুল আলামিন
দুনিয়াতে পাঠাইতে দ্বীন,
মাটি হতে বানাইয়া আদম
তাহাতে দিলেন দম।
আগুনের জিন
মাটির আদমে সিজদায় হয়েছে হীন,
আদমের না করে সম্মান!
অহংকারে ধ্বংস হলো ইবলিস শয়তান।
শূন্য যখন ধূলির ধরা
পূর্ণতা পেল তোমার দ্বারা,
আদমের নাম ধ্বনিত ফেরেস্তারা
প্রথম মানব, তুমি সৃষ্টির সেরা।
জান্নাতের ফুলে স্নিগ্ধ ছিল দিন
তবু কৌতূহল জাগে অন্তরে ক্ষীণ,
অভিশপ্ত শয়তানের ধোঁকায়
বেহেশ্ত হতে এলেন ধরায়।
কত অশ্রু ঝরালেন পিতা
তওবা করিলেন যথা যথা,
গফুরুর রাহিম খুললেন ক্ষমার দ্বার
সকল দুঃখের অবসান হলো তার।
তাঁর থেকেই শুরু মানব জাতি
সেই থেকেই ধরায় মানব বসতি,
আমরা সবাই ভুলের যাত্রী
সেই পথেই চলা দিবা-রাত্রী।
তওবা কর, ওহে মুসলমান
আমরা সকলে আদম সন্তান,
ক্ষমা করবেন আল্লাহ মহান
তিনি রাহিম, তিনিই রহমান।