নিজেরে চিনি না আমি,
আপনাকে রেখেছি ভুলে
কে আমি, আমি কার?
সব হারাই অজানা খেয়ালে।
আমি তো ভাই পথ হারাই,
সারাটা জীবন ধরে
শুধু ভুল পথে পা বাড়াই,
নিজের ভুলে পড়ে।
বেলা শেষে পথ খুঁজি,
আঁধারে হারায়ে পথ
জীবন গেল এমনি করে,
চলছে উল্টো রথ।
যত পথ, যত মত,
সবই কি ভুলের?
সেই তো ঠিকানা জানে,
যে চিনিয়াছে আপনারে।