ভাঙ্গা ছাদ
কচুরপাতার ধীর কাঁপুনি,
অতীত দোলে ঝাপসা।
বড়শীর মত বেঁকে গিয়ে
দূরে চলে; রডের রাস্তা।
অতীত পানে চোখ মেলিয়ে
খুঁজে ফিরি আপন গল্প।
দুঃখগুলো সাহারা দেয়
সুখ ক্ষীণ; অতি অল্প।
দুঃখগুলোর অসীমতায়
চিত্ত আজি ক্লান্ত।
স্মৃতিগুলো হাতড়ে মরি
চোখের পানি আজ ক্ষান্ত।
চোখগুলো আজ ঝাপসা হল,
আঁধার ঢাকা ঐ সুদূরের পথ।
পা-গুলো আজ টলায়মান,
ভ্রান্ত হল; এ গন্তব্য রথ।