মনেতে আসিল যবে, ঘোড়াতে সওয়ার হবে
বেচে দিল সম্পদ, কিনিতে ঘোড়া চতুষ্পদ।
মনে মনে ভাবিল, সাথে যাবে জামিলও,
চল দেখি যায় তবে, সম্পদ সব যায় যাবে।
ধীরে ধীরে হাট পানে, মন চলে আনমনে
মন চাই উড়িতে, পা বলে চলিতে।
কাহারো কথা কভু, শুনে না মালিক প্রভু
শুনে কেবল মনকথা, তাহাতেই বাত-ব্যাথা!
জামিল ভেবে বলে, ঘোড়া চলে কোন কলে?
কোন কলে চলে ঘোড়া, একটু তো ভেবে দাড়া।
ভাল কি মন্দ, করেছিস কি এর দ্বন্দ্ব?
ভেবে যদি নাহি পাস, চল খা তবে বাঁশ।
ব্যাটা রছে স্থির, হবে না কো কোন ধীর_
জোরে জোরে পা ফ্যাল, না'লে খাবি এক গাল।
কিনে এনে তবে আমি, সওয়ার করিব জানি।
ভাবা কেবল মিছে কথা, শুধুশুধু মাথা ব্যথা।
আগে পরে ভাবে যে, খাবি খেয়ে মরে সে
খায় খাবি; দেব ডাবি, চুপচাপ বসে র'বি।
দেখবি কেবল খেলা, কত করি আমি মেলা!
কত করি তামাশা, হেরে যাবে বাদশা।
চুপচাপ বসে, গালে-হাত; হাতে-গাল ঠেসে
কই না কোন কথা, হয়েছে কি মাথা ব্যথা?
হল কি; কি হল, ঘোড়া কি তোমার মারা গেল?
কয় না কোন কথা, হয়েছে কি মাথা ব্যথা?
----------------------------
হাসান
কেরানীগঞ্জ, ঢাকা
১৪-১২-২০১৯
(দুপুর ১২ঃ২৪ মিঃ)