কাঠ গোলাপের রঙ ফিকে হতে দেখেছি ঐ নর্দমার পানি খেয়ে,
আবার দেখেছি, হয়েছে কোন রূপবতীর খেলার ইয়ে!


দেখেছি জীর্ণ-শীর্ণ বুড়ির হাতে
ভিক্ষ মাঙিবার লাগি ব্যাগ,
আবার দেখেছি ঐ বহুতলে বসি;
করিতেছে ভুরি-ভুরি আত্ম-ত্যাগ।

আমি দেখেছি ক্ষুধার লাগি কাঁদিতেছে ছোট্ট শিশু,
কতেক আবার না পেরে খেতে;
ফেলিতেছে জড়ায়ে পেপার টিস্যু।

চলিছে হেতা নিত্য এ খেলা
নিত্য এ অন্যায় অবিচার,
নিত্য হেতা কুর্ণিশ জোটে_
সম-অসময়ের কাছে মানবতার!
যদি আশরাফ-উল মাখলুকাত মানুষ হয়, তবে ওরা কি মানুষ নয়?
মানুষ তবে বলব কারে; এই দুনিয়া-জগতময়?

#হাসান
০৭-১১-২০১৯
(রাত- ১০ঃ৩৯মিঃ)