কচুরিপানায় ছেয়ে গেছে নির্মল স্বচ্ছ পানি,
পানি ঠিকই নির্মল আছে; কিন্তু আর কত দিন!
অসহ্য অস্থিরতায় দম বন্ধ হয়ে এলে; নিমিশেই কাল কুৎসিত হয়ে উঠবে।
দম বন্ধ করে রাখলে কে কয় দিন বাঁচতে পারে বল?
বেঁকে গেলে গতিপথ, পানি যে পিছু পিছুই যাই।
পঁচে গন্ধ হলে? _ মরে তো মরে সাথে অনেক মারে। তাই,
দিগন্তপানে ছুটতে দাও তাঁরে নিরবধি।
নিতে দাও শাশ্বত নির্মল বায়ু।
বধ করতে চাইলে বধ কর, ধীর এ যন্ত্রনা কেন?