একখন্ড আশার উপরে বাজ পাখির ন্যায়_
ঘুরপাক খাচ্ছে, হতাশার কালো মেঘ।
ভীতসন্ত্রস্ত হয়ে আশাগুলো নিরাশার_
বাহুধরে এগিয়ে চলেছে ঐ দূরে।
লোকাল ট্রেনের মত হেলতে দুলতে_
জীবনটা এগিয়ে চলেছে ঠিকই, কিন্তু
ভিতরের যাত্রীরা উশখুশ করছেই!
যেন গন্তব্যে পৌঁছানো হবে না আর।
ঘূর্ণিপাক খেতে খেতে বাজ পাখিটি
মওকা পেলেই ছোঁ মেরে ছিনিয়ে নেয়_
ভালবাসায় গড়া হাজার স্বপ্নগুলোকে।
যেন হঠাৎ-ই এক বিশাল নগরীর পতন!