শুষ্ক চামড়ার তলে কাঁচা রক্তের গন্ধ,
সেথায়; নিরবে নিভৃতে চলে শোরগোল
উত্তেজনায় উৎপাটিত হয় শত ছিন্নমূল!
উড়ে উড়ে সাদা হয় পথের সকল ধুল।
বিমূর্তভাবে মূর্তিমান হয় কতশত মেলা
কোনটা মিলে যায়, কোনটা ঘেটে যায়_
কোনটা রয়ে যায় হয়ে আদিম জাতের লোলা!
লেঙড়াটাই; লেঙড়াতে লেঙড়াতে দেয় এক দোলা।
দোলাতে দোলে সব খড়কুটো; ভেসে যায়_ মৃত্যুবাণ হয়ে, আর ঐ বাণে ভাসিয়ে নেয়_
শতকোটি জ্বালা-পোড়া আর আবর্জনার স্তূপ।
আবার জমতে থাকে খড়কুটো, নিভৃতে শোরগোল ওঠে ফের। পুনর্বার দেখি, শুষ্ক চামড়ার নিচে কাঁচা রক্তের গন্ধ!