আমি উদাস হয়ে ভেবে চলি; তখন_
নিজেকে হারাই দূর অজানাই,
আমি স্বচকিত হয়ে উঠি; যখন_
তুমি আসো মোর ভাবনায়।
তুমি, তপস্বীর তপস্ব করা ডুমুর ফুল;
ঐ ফুল দেখেছি আমি ক্ষণমুহুর্ত!
সত্যি, এ ফুলের হয় না কোন তুল,
করিনি দেখা, বলিনি কথা বাস্তবতা ধূর্ত!
দেখেছি তাঁরে ভাগ্যের দৈব-টানে
সেই সে মহা-অনুষ্ঠানে___
রেখেছি তাঁরে খুব যতনে এ মনে,
পারব কি বলতে এ কথা; তার কানে কানে(?)
ভাল-বেসেছি মোর প্রথম দৃষ্টি-পাতে,
দুরন্ত সে দুর্বার তাঁর গতি _
আজো খুঁজি ; পাই যদি কোন দিন বা রাঁতে।
অজানা রথে অজানায় সে, তবুও হবে না মোর মতি!