কোমল মাটিতে জেগেছে শোষক গাছ,
শুষে শুষে পান করে কোমল মাটির রস।
মাটি বুঝেছে; সেবা দিতে হবে প্রত্যহ এই রসে
জোগান দেয়, টেনে হিঁচড়ে গায়ের শত কষে!
শত রসেও অতৃপ্ত যখন নিষ্ঠুর নির্দয় গাছ_
নিয়তির পরে ছাড়ে সে; নিজের জীবনাবাস।
কোথা হতে এলে এক, বুদ্ধিদাতা পরামর্শক
বলিলে, হটাও ওকে; কর নিজেকে কর্ষক।
দেখিতে দেখিতে ফিরিল দিন; পতন হল গাছের
দম্ভ সবি উবিয়ে গেল; দেখিল দূরের কাছের।
জালিমেরে তোরা জবাব দে, শক্ত-পোক্ত সুরে
উবিয়া যাবে দম্ভ তাদের, যা তোরা সব তেড়ে।