স্বপ্ন উড়ে হৃদাকাশে
স্বপ্ন দোলে দীর্ঘ শ্বাসে,
স্বপ্নগুলো উঠছে ফুঁড়ে_
মধ্যবিত্তের সীমা ছেড়ে।
স্বপ্ন আসে শত শত
স্বপ্ন দেখি দিবা-রাতও,
স্বপ্নতে বিভোর হয়ে _
বক্র পথে যাচ্ছি চলে।
স্বপ্ন পূরণ করতে গিয়ে_
স্বপ্ন ভাঙি অন্য দিকে,
স্বপ্নগুলো স্বপ্নই শুধু_
পূরণ হবে না কখনও কভু!
স্বপ্ন স্বপ্ন খেলা করি
স্বপ্নগুলো দিচ্ছে গালি,
স্বপ্ন দৌঁড়ায় পড়ি মরি_
মধ্যবিত্তের ক্রোড় ছাড়ি!!
---------------------------------
হাসান
১৪-১২-১৬
নিজ নিবাস