কবি তার কবি সত্তাকে কখন ভালবাসে? প্রতিটা মানুষই প্রায় "ন্যারসিস্ট" বা আত্মপ্রেমি। মানুষের কখনও কখনও নিজের উপর প্রচন্ড বিরক্তিবোধ আসলেও আসলে সে নিজেকে অত্যধিক ভালবাসে। তাই তো নিজেকে মানুষ বলে, ফার্স্ট পারসোন (উত্তম পুরুষ) অন্যান্যরা সেকেন্ড, থার্ড! এ ভালবাসার ভিত্তি কি? কবি কেন নিজ সত্তাকে ভালবাসে? আমার মনে হয় কবি তখনই আত্মপ্রশান্তি লাভ বা নিজ কবি সত্তাকে ভালবাসতে শুরু করে যখন সে কমপক্ষে একজনকে হলেও তার কবিত্ব দিয়ে আকৃষ্ট করতে পারে।
এখন যদি একজন কবি শুধুমাত্র কাউকে খুশি করার জন্য কবিতা রচনা করেন তাহলে কবিতাকে কবিতা বলা চলে না। এটা আসলে তখন হয়ে পড়ে একজন রাজকীয় ভাড়ের ভাড়ামি, যে দুটি পয়সা হাতাবার তালে আনন্দ সবাইকে আনন্দ দেয়...
সুতরাং কবিতা, গান, গল্প বা কোন রচনা নিজের আত্মার শান্তির জন্য রচিত হতে হবে। নিজের আত্মা ছাপিয়ে যদি তা অন্য আত্মাকে প্রশান্তি দেয় তখন সে লেখা আর লেখা থাকে না "আত্মার নিরাময়" ঔষধে পরিণত হয়। আর তখন কবি নিজেকে এই প্রবোধ দিতে পারে যে, আমার তৈরি ঔষধ অন্য আত্মা গ্রহণ করছে। তখনই কবি আত্ম প্রশান্তি অনুভব করতে থাকে। এটাই কবি সত্তার প্রতি কবির ভালবাসা।