কহে নাই কোন ধর্ম করিতে ব্যঙ্গ, তবু__
দেখি অহরহ মোরা ব্যঙ্গাত্বের-রূপ,
কি বা মুসলিম, ইহুদি,হিন্দু বা খ্রিষ্টান
একে অপরের কাঁদা ছুড়তে সকলে মহিয়ান।
এতো নয় ধর্ম পালন; ধর্মের নামে প্রহসন
ধর্মের মনি রেখে করি অন্যকে যতন।
মসজিদ মন্দির গীর্জা থেকে ফিরে,
তাঁকায় না কোন ভিক্ষারির দিকে।
দেখিনা পাশের বাড়ির গরিব লোকটির দিকে
অসুস্থতার গরল গ্রাসে যে,
কঠিন অবস্থায় তার দিন গোনে।
খোদার হুকুম যাকাত দেবার লাগি__
ঢাক-ঢোল পিটাই জানান দেয় সবারই,
তেলা মাথায় তেল; আতেলা মাথায় ফাঁকি।
ভাল মন্দ খাবার খেয়ে পাড়িতেছি মজার ঘুম
ভিক্ষারি ফুখারি দেখে বলিতেছি হুম!
অন্য দান মহৎ কাজ, পড়নি একথা কভু?
দেখ, তোমার ধর্মেই বলেছেন মহান প্রভু।