চোখে অঙ্গার জ্বলে
জবানে বিষাক্ত বিষ।
সেই অঙ্গার ছড়িয়ে পড়ে
শুষ্ক সকল কাঠে।
বিষাক্ত বিষ বিষিয়ে তোলে
সতত উচ্ছল প্রানে।
কালে কালে চলে এ প্রথা
বহু-মানুষের হন্তারক তারা।
রাখিতে তুচ্ছ বাত
করে সব তছনছ।
ক্ষেপিয়ে উচ্ছল প্রান
জবজবে রক্ত করিছে ভূ-তলে দান।
ধর্ম-রাজনীতির হোতা হওয়ার সুবাদে,
গড়িছে তারা শত কানুন নিজ তরফে।
মানবতারে করিছে অপমান
চলিছে তাই স্বার্থ-সিদ্ধির জয়গান।
এ ভূ-রণাঙ্গনে করিছে খুশি যা
নাহি গরিবের তরে কেউ কোথা।