সম্পর্কটা দহনের,
পুড়তে পুড়তে তুমি বুঝেছিলে আমার কি যাতনা,
আমি বুঝেছিলাম তোমার কি প্রয়োজন,
লোকে দেখেছিলো আমাদের ভালোবাসাবাসি,
কলঙ্ক রটানোর লোকেরও অভাব হয়নি,
যারা কোন নারীর প্রেম পায়নি,
যারা কোন নরের শুশ্রূষা পায়নি,
কলঙ্ক রটানোর দায় চিরকাল তাদেরই,
ও নিয়ে আমাদের মাথাব্যথা ছিলো না,
যাদের যাদের মাথা আছে ব্যথার দায় তাদের,
ও নিয়ে আমাদের ভাবার দরকার নেই,
ভালোবাসাটা যথেষ্ট হলে
কিছু নিয়েই ভাবার দরকার থাকে না,
ভালোবাসার ঘাটতি হলেই শুরু হয় হিসাবনিকাশ,
প্রেমিকেরা কোনকালেই হিসাবপটু ছিল না,
প্রেয়সীর চিবুক থেকে বুকের দূরত্বেই প্রেমিকের পাটিগণিত,
প্রেয়সীর হাসি থেকে কান্নার গ্রহণকালই প্রেমিকের দর্শণ,
ওসব তোমরা যারা রাজ্য সমাজ সামলাও তারা বুঝবে না,
তোমরা শুধু জেনে রাখো, "ভালোবাসাহীন জীবন এক নিদারুণ অপচয়।
রচনাকালঃ ১৪-২-২০২০