কবিPost20170212123424
চারদিকে এতো এতো কবির ছড়াছড়ি, যতোদুর চোখ যায় শুধু কবি আর কবি, কবি আর কবি, পথে কবি, রথে কবি, মাঠে কবি, ঘাটে কবি, হাটে কবি, পাটে কবি, খাটে কবি, পোষা কবি, চোষা কবি, তোষা কবি, খোসা কবি, বুনো কবি, চুনো কবি, উনো, ধুনো কবি, দাদা কবি, সাধা কবি, বাঁধা কবি, চাঁদা কবি, হাদা কবি, গাধা কবি, কবি দিয়ে সব লোকাল বাস ভরেও বাকি থেকে যায় কিছু কবি, কবি দিয়ে করা যায় দেশের দীর্ঘতম মিছিল, বৃহত্তম শোকসভা, কবির সংখ্যা কাকের সংখ্যাকে ছাড়িয়েছে তাও কয়েক দশক হয়ে গেল। আমি নিজের কথা নিজের মত করেই বলতে চাই, ধার করা কথায় আমার ঠিক পোষায় না। ফলে কেউ যখন আমাকেও কবি বলে, তখন ভীষণ সন্দেহ হয়, মনে হয় গালি দিল নাতো? কেউ কেউ আবার যখন কবির সাথে পোষাকি সাহেব যোগ করে দিয়ে কবি সাহেব বলে, তখন মনে হয় উপহাস করল নাতো? আবার মাঝে মাঝে এটাও ভাবি কবিতা ভালোবেসে এতো মানুষ যে লেখালেখির চেষ্টা করছে সেটাও তো ফেলনা নয়, সবাই তো আর নাম, যশ, পুরষ্কার বা অর্থের জন্য লেখেন না। কিছু মানুষ তো শুধু কবিতা ভালোবেসে, কবিতার জন্যেও লেখালেখি করেন। তা যেমনই হোক তাদের লেখা। তাদের বিচারের ভার না হয় আপামর কবিতা পাঠক ও মহাকালের উপরই থাকুক।
আলোচনাটি ১২৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১২/০২/২০১৭, ০০:৩৬ মি: