পার্সিফোনি,
আমাদের মধ্যবিত্ত্য রক্তে তুমি কখনো স্নান করতে এসোনা। এখানে জীবনের আলাদা কোন রং নেই, তুমি এখানে বড্ডো বেমানান। সহজেই আমাদের ভালোবাসা টলে যাবে। সুর কেটে যাবে যুগলবন্ধির। তোমাকে না পেলে তবু মানিয়ে নেব, তোমার অসুখ, ভালোবাসাহীন চোখ আমি কখনো সইতে পারব না। ভালোবাসি আমিও। সে ভালোবাসার নাম দিয়েছি "দেবী বিসর্জন"।