দারুচিনি দ্বীপে ভোর নেমে আসার আগেই
মৃত্যু ছুঁয়ে দিতে চায় আমার উষ্ণ করতল,
তুমি পর হতে হতে অচেনা পরবাস হয়ে যাও,
আমি দুর হতে হতে ক্রমশ দুরারোগ্য হয়ে যাই,
শুধু বয়স বেড়ে চলে কিছু পুরনো ভুলের ।
ফসিলের কাছে মানবিক দাবী চলে না,
তবু মুক্তি নেই তার,
প্রত্নতাত্ত্বিক নিপিড়নে উন্নতি কেনে সভ্যতা।
আমাদের গল্পের শিরোনাম থাকে না বলে
চেয়েও আমি কখনো তোমাকে ছুঁতে পাই না,
পরিনতিহীন পথে আমাকে খুঁজে খুঁজে
তুমিও কোনদিন অরুণাচল হতে পারো না।