দেবী...
নদীর আয়নায় একবার রাখো চোখ...
না, না, ওভাবে নয়,
চোখ দিয়ে ছুঁয়ে দাও জল,
মন ভিজুক, ভিজুক শাড়ির আচল,
ভিজে পরিতৃপ্ত হোক বুকের বারুদ,
চোখ হোক ব্যাথাতুর জলের সারোদ,
নিছক করুনা যাচে না এ সময়...
হৃদয়াবেগ যুগে যুগে জোৎস্নাময়,
একটু ভালোবেসে, আলগোছে কাছে এসে..
প্রেমিকার মত নিবির চোখে রাখো চোখ,
বুকের ভেতর নদীর স্বরলিপি লেখা হোক,
দেখো এ আসলে কোন নদী নয়...
বুকে জন্ম জন্মান্তরের কান্নার বলয়...
ভালোবাসা না পেয়ে পাহাড় হয়েছে যে হৃদয়
ঝর্না জলের চোখে ঝরে সে কষ্টের সঞ্চয়...