প্রেক্ষাপট - অপূর্ণ জীবনPost20160530073914
কনিষ্ঠ মাতৃ সহোদরার মহা প্রয়ানে শ্রদ্ধাঞ্জলি হিসাবে কবিতা আসরে আমার আজকের নিবেদন "অপূর্ণ জীবন"। এই কবিতার প্রেক্ষাপট নিয়ে দুচার কথা না বলা হলে লেখাটি বোঝা যাবে না, তাই এই লেখা, এটি এমন এক নারীকে নিয়ে লেখা জীবন যার সাথে করেছে প্রবঞ্চনা, প্রথম ভালবাসায় বিচ্ছেদের ফলে কলেজ ও এলাকার তৎকালীন ডাকসাইটে সুন্দরী ও মেধাবী এই নারী তার শিক্ষাজীবন শেষ করতে পারেননি, পরিবারের চাপে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়া হলেও অতীতমুখী এই রমনী বিবাহিত জীবনেও স্থিতিশীল হতে পারেননি, দেড় যুগের বেশি সময় মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকার পর নিঃসন্তান অবস্থায় তিনি মারা যান, ঢাবির ইংরেজি সাহিত্যের এই ছাত্রী সাহিত্য ও সংগীতের অত্যন্ত অনুরাগী ছিলেন, আজকাল মানুষ অনেক সহজেই অতীত ক্ষত ভুলে নতুন করে শুরু করে জীবন, কিন্তু তিনি পারেননি, দুর্দান্ত সুন্দরী এই রমনীর অগনিত গুনগ্রাহী ও পানিপ্রার্থী ছিলেন কিন্তু তিনি জীবনে দ্বিতীয় কাউকে আপন করে নিতে পারেননি। যে জীবন তিনি যাপন করে গেলেন তা তার প্রাপ্য ছিল না, তার প্রতি অন্তিম শ্রদ্ধা জানিয়ে আমার এই সামান্য নিবেদন।
আলোচনাটি ৭৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ৩০/০৫/২০১৬, ১৯:৪৯ মি: