সম্প্রতি কবিতায় মন্তব্যের উত্তর দেবার ক্ষেত্রে আমার একটি সমস্যা হচ্ছে,মন্তব্য লিখে মন্তব্য যোগ করুন বাটনে চাপ দিলেই প্রতিটি মন্তব্য দুই, তিন এমনকি চার বা ততোধিক বার যোগ হয়ে যাচ্ছে, আমি সেল ফোন দিয়ে নেট ইউজ করছি, স্লো নেটের কারনে মন্তব্য করা বা মুছে দেয়া দুটোই কষ্টকর হয়ে দাড়িয়েছে অথচ ব্যাপারটি আমার নিজের কাছেই দৃষ্টিকটু লাগছে, এই সমস্যার কথা এডমিনকেও ফেসবুক মেসেজে জানিয়েছি, এডমিন বিষয়টি দেখবেন বলে কথা দিয়েছেন, আজ এখানে এই লেখাটি দেবার কারন হল এই অনিচ্ছাকৃত অসুবিধার ব্যাপারে বন্ধুদের অবগত করে ক্ষমা প্রার্থনা এবং এমনটি কেন হচ্ছে, এটি কি শুধু আমার ক্ষেত্রেই হচ্ছে না অন্য কারো এমন সমস্যা হচ্ছে কিনা তা জানা এবং এ সমস্যার সমাধানকল্পে যে কোন পরামর্শ ও সহযোগিতাকে স্বাগতম জানানো । সবাইকে নিরন্তর শুভেচ্ছা।
আলোচনাটি ৯৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৭/০৫/২০১৬, ১৫:৩০ মি: